মোঃ ইসলাম উদ্দিন তালুকদার:
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপনের মাধ্যমে, এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ পৌরসভার পাটানবাড়ীতে সাবেক চেয়ারম্যান ও মহকুমা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম ক্যাপ্টেন আব্দুল অদুদ সাহেবের বাড়িতে এ কার্যালয়ের উদ্বোধন করেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চারবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন।
উদ্বোধনী বক্তব্যে দেওয়ান জয়নুল জাকেরীন বলেন—
“বিএনপি গণমানুষের দল। সুনামগঞ্জ-৪ আসনের জনগণকে সঙ্গে নিয়ে আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবো। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনায় সুনামগঞ্জ বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিল, আছে এবং থাকবে।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আসপিয়ার পুত্র ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক এবং সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নোমান।
সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুপন মিয়া।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বিএনপি নেতা আব্দুল করিম পাটান, মইনুল ইসলাম, আব্দুল মজিদ, শামছুল হক, জুলহাস আহমদ পাটান, হোসেন আমির, আক্তার হোসেন রানু, জাকিরুল ইসলাম তপু, শুয়েব চৌধুরী, শফিউল হক, আবুল হায়াত, মোঃ জামাল উদ্দিন, ওমর ফারুক, শুয়েব আহমদ, জুয়েল মিয়া, সাদেক পাটান, ফরহাদ আহমেদ পাটান, পারভেজ আহমদ, হোসেন আহমদ জুয়েল, সালেহ হক রাজীব, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলাম শফিক, জাহাঙ্গীরনগর ইউপি বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহী ও তানিম রহমান এবং মোঃ সালেহ হক রাজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কার্যালয় উদ্বোধন শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। এ মুনাজাতের আয়োজন করেন বিএনপির যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেটের সাধারণ সম্পাদক হোসেন আহমেদ পাটান।
হোসেন আহমেদ পাটান সাংবাদিকদের বলেন—
“আমাদের লক্ষ্য হচ্ছে সুনামগঞ্জের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলায় বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা। জনগণের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো, দল যাকেই মনোনয়ন দিক না কেন, আমরা তার পক্ষে কাজ করবো।”
পরে সমবেত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিতরণ করা হয় এক হাজার প্যাকেট খাবার।
সভায় বক্তারা ঘোষণা দেন—সুনামগঞ্জ সদর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, আবুল মনসুর শওকত, ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক ও আব্দুল লতিফ জেপি—এই চার প্রার্থী দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির পক্ষে একযোগে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবেন।