তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রাজু মাহমুদ, তজুমদ্দিন প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনির আলম চৌধুরী।

তিনি বলেন, “স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তবে অতীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছেন।

কেউ কেউ সামান্য সময় রাজনীতি করে এখন বড় নেতা বনে গেছেন, কিন্তু রাজপথে নেই—তারা অফিসকেন্দ্রিক রাজনীতিতে ব্যস্ত।”

ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাছির আলম চৌধুরী রবিনের সঞ্চালনায় এতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান হীরা, সদস্য শাহিন সাজি, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াকুব শাহ জুয়েলসহ অন্যান্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *