দেবিদ্বারে সড়কের অবৈধ স্থাপনা ভেঙ্গে দিল ভ্রাম্যমান আদালত

এটিএম মাজহারুল ইসলাম:

কুমিল্লা দেবিদ্বারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়কের উপর অবৈধভাবে দখল করে নির্মিত স্থাপনা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫ইং) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সড়কটি দখলমুক্ত করা হয়।

জানা যায়, উপজেলার কুরুইন মঙ্গলের পুকুরপাড় থেকে সাবের পুকুরপাড় সড়ক দখল করে বাড়ি নির্মাণ করে বসবাস করায় সড়কের স্বাভাবিক চলাচলসহ রাস্তার নির্মাণ কাজে ব্যাহত হতো। একাধিক বার প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দিয়েও তাদের দখলকৃত সড়কটি উদ্ধার করা সম্ভব না হলে ভ্রাম্যমান আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে ছেচড়াপুকুরিয়া গ্রামের এলজিইডি রাস্তার উপর অবৈধভাবে নির্মিত ৪টি বিল্ডিংসহ আরও কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন।

দেবিদ্বার উপজেলার উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, “একাধিক বার নোটিশ দেওয়ার পরও তারা এলজিইডির দখলকৃত সড়কটিতে স্থাপনা করে বসবাস করছে। আজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাদের বিল্ডিং ও স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। আশা করি সড়কটি আর অবৈধভাবে দখল হবে না। তবে দখল করে চিরদিন টিকে থাকা যায় না—এই বার্তাও সবাই পেয়েছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন, “সরকারি নোটিশ পাওয়ার পরও এলজিইডি’র সড়ক অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ ও বসবাস করছে। আজ আমরা অবৈধভাবে দখলকৃত সড়কটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।”

অভিযানে উপজেলা এলজিইডির কর্মকর্তা, পুলিশ, আনসারসহ ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *