চাঁদাবাজ যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাধীন সংবাদ ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বীকার করেছেন যে, এসব এলাকায় চাঁদাবাজির ঘটনা বেশি ঘটছে। তিনি জানান, চাঁদাবাজ যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৬ আগস্ট) সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে এক সাংবাদিক জানতে চান, সম্প্রতি একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজি নিয়ে নানা অভিযোগ আসছে। এই বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ছাড় থাকবে না।

নির্বাচন প্রসঙ্গেও তিনি বক্তব্য রাখেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এবং সেই তারিখ অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “স্যারের ঘোষিত তারিখই চূড়ান্ত, আমাদের এতে কোনো সমালোচনা বা পরিবর্তনের সুযোগ নেই। জনগণ যদি নির্বাচনমুখী থাকে, তাহলে নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই।”

তিনি আরও বলেন, “ক্ষমতা সর্বশেষে জনগণের হাতে। জনগণ যদি নির্বাচনে সক্রিয় হয়, তাহলে কেউই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমাদের লক্ষ্য হলো আইনশৃঙ্খলা বজায় রেখে জনগণের অধিকারের পূর্ণ নিশ্চয়তা দেওয়া।”

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর এই মন্তব্যকে অনেক বিশ্লেষক কঠোর হুঁশিয়ারি হিসেবে দেখছেন। তার ভাষ্য অনুযায়ী, রাজধানীর প্রধান গুরুত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজি ও অন্য ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *