বরিশাল ব্যুরোঃ
বরিশাল নগরীর ৭ নং ওয়ার্ডের সাবান ফ্যাক্টরির সংলগ্ন রাস্তাটির বেহাল অবস্থা নিয়ে স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে রাস্তায় প্রচুর পানি জমে থাকায় চলাচল করতে গিয়ে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ—বৃষ্টির পানি এবং ড্রেনের পানি মিশে রাস্তায় স্থায়ী জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে প্রতিদিন অফিসগামী, স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই দুর্ভোগে পড়ছেন। এমনকি অনেক বাসায় প্রবেশের সময় পুলিশের ব্যবহৃত গামবুট বা প্লাস্টিকের লম্বা জুতা ব্যবহার করতে হচ্ছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কষ্টকর হয়ে পড়েছে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
তাদের দাবি—জেলা প্রশাসক যেন দ্রুত হস্তক্ষেপ নিয়ে রাস্তাটি সংস্কার করেন, যাতে এলাকাবাসীর দুর্ভোগ কমে এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে।