প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:
বোয়ালখালী প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে শোক প্রকাশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী মিন্টুর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ লোকমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহমুদুল হক মেম্বার, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্ত্তীসহ শাহা আলম বাবলু, খোরশেদুল আলম, আবদুল মতিন চৌধুরী, তৌহিদুর রহমান, সুমন চক্রবর্ত্তী, ফজলুল রহমান, মনির চৌধুরী, হাসানুল আলম, তাজুল ইসলাম, এস. এম. শাহেদ হোসাইন ছোটন, এম. আর. তাওহীদ ও বিপ্লব জলদাশ প্রমুখ।
সভা শুরুতে সাংবাদিক তুহিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, “দুপুরে জনবহুল এলাকায় প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করার ঘটনা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে নষ্ট করেছে। সাংবাদিকরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যদি তুহিন হত্যার বিচার দ্রুত সম্পন্ন না হয়, তাহলে সারাদেশের মতো বোয়ালখালীর সাংবাদিকরাও ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
সভায় উপস্থিত সবাই একমত পোষণ করেন যে, এ ধরনের হত্যাকাণ্ড রোধে সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।