আবদুল আজিজ:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পারিবারিক পুকুরে গোসল করতে নেমে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আফিফা ও তার ছোট খালাতো বোন হুজাইলা নুরকে পুকুর ঘাটের নিচ থেকে উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটে শনিবার (১৫ আগস্ট) আনুমানিক বিকেল ৫টার সময়। মৃত হুজাইলা নুরের বয়স ৮ বছর। সে ১ নং ওয়ার্ড, মধু মার্কেট সংলগ্ন ওসমান ডাক্তার বাড়ির বাসিন্দা এবং উত্তর ছদাহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। তার পিতা সিরাজুল ইসলাম গত এক মাস আগে মারা গেছেন এবং মা নুরজাহান ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।
আফিফা (২২) চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে খালা নুরজাহানের বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করার সময় এই দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয়দের সাহায্যে নিহত দুই বোনকে কেরানীহাটের মানবিক চিকিৎসা সেবা কেন্দ্র আশ্শেফা হাসপাতাল প্রা. লি. নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজির অভিযান। পরে পুকুর ঘাটের নিচ থেকে দুই বোনের দেহ উদ্ধার করা হয়।
উপজেলা সাতকানিয়া অফিসার ইনচার্জ ওসি জাহেদুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে এসআই বেলাল ও তাঁর সঙ্গী ফোর্স পৌঁছালে, গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নিশ্চিত করা হয় যে পুকুরে দুই বোনের মৃত্যু হয়েছে।”
স্থানীয়রা আরও জানিয়েছেন, রাত আনুমানিক ১১টার দিকে নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।