কামরুল ইসলাম:
অদ্য ১৬ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ আব্দুল রশিদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যরা বিদায়ী পুলিশ পরিদর্শক আবদুল রশিদের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) তার বক্তব্যে জনাব আবদুল রশিদের বর্ণাঢ্য কর্মময় জীবন ও বান্দরবান জেলা পুলিশে তার অবদানের কথা স্মরণ করে তার দক্ষতা এবং পেশাদারিত্বের প্রশংসা করেন এবং তার অবসর জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
জনাব আবদুল রশিদ ১৯৮৮ সালে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক পদে উন্নীত হন। দীর্ঘ ৩৭ বছর ৪ মাস ৬ দিনের বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
বান্দরবান জেলা পুলিশ তার সুস্থ, সুন্দর ও শান্তিময় অবসর জীবন কামনা করে এবং প্রার্থনা করে সৃষ্টিকর্তা তাকে দীর্ঘায়ু দান করুন।