কেন্দুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১০, উভয় পক্ষের থানায় মামলা

নাসিমা খাতুন সুলতানা, নেত্রকোনা:

নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলার ধলপা ইউনিয়নের রামনগর গ্রামে জমি সংক্রান্ত বিবাদে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। উভয় পক্ষই থানায় মামলা করেছে।

সূত্রে জানা যায়, গত ১ আগস্ট ২০২৫ খ্রিঃ খোশেদ উদ্দিন ও তার ভাই ইসলাম উদ্দিনের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে কথা কাটাকাটির জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় উভয় পক্ষের ১০ জন আহত হন। চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসে এবং আহতদের কেন্দুয়া উপজেলা হাসপাতাল ও ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর, গত ১০ আগস্ট ২০২৫ খ্রিঃ আলমগীর কবির বাদী হয়ে কেন্দুয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তার প্রতিপক্ষ ইসলাম উদ্দিনসহ ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩–৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। থানার এসআই ঘটনার স্থান পরিদর্শন করেন। মামলা নং ০৯/১৯৯ ধার্য করা হয়েছে।

এরপর, ইসলাম উদ্দিনের মেয়ে হাকিমা আক্তার ১২ আগস্ট ২০২৫ খ্রিঃ আলমগীর কবিরসহ ৯ জনকে আসামি করে কেন্দুয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন। মামলা নং ১০/২০০ ধার্য হয়েছে। পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

স্থানীয়রা জানান, প্রায় ৪০ বছর ধরে উভয় পরিবারের মধ্যে জমি-বন্টন ও পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলমান। যৌথ সংসার থেকে জমি ভাগবণ্টন করা হলেও বর্তমানে সন্তানদের জন্মের পর বিষয়টি আবার উত্তেজক হয়েছে। গ্রাম্য শালিস বসলেও মীমাংসা হয়নি।

গ্রামের সাধারণ মানুষ ও সচেতন মহল আশঙ্কা করছেন, এই ধরনের সংঘর্ষ ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনায় রূপ নিতে পারে। তারা ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *