কামরুল ইসলাম:
চট্টগ্রামের দোহাজারী ব্যস্ততম শহর। দিনের প্রায় অর্ধেক সময়জুড়ে যানজট লেগে থাকে এ এলাকায়। অথচ ট্রাফিক পুলিশ থাকলেও তারা নিরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী হাইওয়ে সড়কে সিএনজি, অটোরিকশা, নসিমন ও করিমন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও দোহাজারী থেকে শুরু করে বিজি ট্রাস্ট, চন্দনাইশ ও গাছবাড়িয়া কলেজ গেইট পর্যন্ত এইসব অবৈধ যানবাহন দাপটের সঙ্গে চলাচল করছে। যার ফলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ যানবাহন বন্ধে উদ্যোগ নেওয়ার পরিবর্তে চন্দনাইশ থানা ট্রাফিক পুলিশ উল্টো চাঁদাবাজিতে ব্যস্ত সময় পার করছে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত দায়িত্ব পালন করার সময় বিভিন্ন বৈধ-অবৈধ পরিবহন থেকে তারা চাঁদা আদায় করে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুধু তাই নয়, সিএনজি ও অটোরিকশার চালকরা যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে বলেও অসংখ্য অভিযোগ রয়েছে। ফলে যাত্রী হয়রানি এবং ট্রাফিক বিশৃঙ্খলা প্রতিনিয়ত বাড়ছে।
এ বিষয়ে সাধারণ মানুষ ও বড় পরিবহনের চালকরা জানান, যানজট ও দুর্ঘটনামুক্ত হাইওয়ে সড়ক গড়ে তুলতে হলে সিএনজি, অটোরিকশা, নসিমন-করিমনসহ অবৈধ যানবাহনকে হাইওয়ে সড়ক থেকে সরাতে হবে। একই সঙ্গে চন্দনাইশ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন তারা।