আব্দুর রশিদ, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুর রহমানের উপর বিএনপি নেতাদের হামলার প্রতিবাদে স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা মিলে ১৯ আগস্ট বেলা ১২টায় প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করেন।
এ সময় প্রধান শিক্ষক এ.কে.এম. আজহারুল ইসলাম (মুকুল) বলেন, স্থানীয় বিএনপি নেতারা আমার প্রতিষ্ঠানে এসে আমার প্রতিষ্ঠানের শিক্ষক শফিকুলকে সন্ত্রাসী কায়দায় ছাত্রদের সামনে যেভাবে হামলা করা হয়েছে, সেটা নজিরবিহীন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের কালকের মধ্যে গ্রেফতার না করলে ছাত্র-শিক্ষক ও জনতা মিলে আমরা থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করছি।
এ সময় ৯ম শ্রেণির শিক্ষিকা মাদিনা সুলতানা বলেন, আমাদের শিক্ষকের নামে যে অভিযোগ আনা হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। স্থানীয় বিএনপির কিছু নেতা যারা আমাদের শিক্ষকের উপর হামলা করেছে তাদের বিচার চাই। তাদের অনতিবিলম্বে গ্রেফতার চাই। একই বক্তব্য দিয়েছেন রশনি আক্তার (১০ম শ্রেণি), রোকসানা আক্তার (৯ম শ্রেণি), সাবিহা (৯ম শ্রেণি)সহ আরও অনেকে।
এ সময় মানববন্ধনে প্রতিবাদী বক্তব্য দিয়েছেন সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, ড. অলিয়ার রহমান, সামছুর রহমান (স্বপন) প্রমুখ।
বক্তারা আরও বলেন, শিক্ষক শফিকুলকে সন্ত্রাসী কায়দায় ছাত্রদের সামনে যেভাবে হামলা করা হয়েছে সেটা নজিরবিহীন। হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। এবং দ্রুত গ্রেফতার না হলে ছাত্র-শিক্ষক ও জনতা মিলে আমরা থানা ঘেরাও করবো।