কামরুল ইসলাম:
চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে ১৮ আগস্ট ২০২৫ রাত ১০:৩০ ঘটিকায় ০২ নং খাগরিয়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড, চর খাগরিয়া সাকিনের চেয়ারম্যান পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওসির সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোহাম্মদ জহির আমিন এবং পুলিশ ফোর্স।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ পেয়ারু, পিতা- নজু মিয়া, মাতা- মোস্তফা বেগম। তিনি ০৩ নং ওয়ার্ড, ০২ নং খাগরিয়া ইউপি, সাতকানিয়া থানার এলাকার বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে মোট ৬১৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযান এলাকার মাদক সমস্যা মোকাবেলায় পুলিশের তৎপরতা এবং সক্রিয় পদক্ষেপের প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।