মোঃ মাহমুদুল হাসান:
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় একটি আমবাগান থেকে এক অজ্ঞাত নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের যোগীবাড়ি–বুড়িতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, আমবাগানে রাতে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তার গলার বাম দিকে কাটা রয়েছে। তাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নারীর পরিচয় ও হত্যারহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।