ছাতকে নতুন ওসিকে ইউএনও’র ফুলেল শুভেচ্ছা

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :

সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও।

এ সময় ছাতক থানার নতুন ওসি মোঃ শফিকুল ইসলাম খান ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, মাদক নির্মূল, চোরাচালান দমন ও এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ছাতক থানাকে জনগণের কাছে আরও সেবামুখী করতে কাজ করে যাবো।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভেচ্ছা জানিয়ে বলেন, “ছাতক উপজেলার মানুষ শান্তিপ্রিয়। এখানে আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কাজে পুলিশ-প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে বলে আমি আশাবাদী।

সৌজন্য সাক্ষাৎ শেষে ছাতকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা সংক্ষিপ্ত আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *