লামায় অবৈধভাবে উত্তোলিত এক লাখ ঘনফুট বালু জব্দ

কামরুল ইসলাম:

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে উত্তোলিত এক লাখ (১,০০,০০০) ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৬ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার ৫নং সরই ইউনিয়নের আমতলী এলাকার ৩নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এবং কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রহমানের সহযোগিতায় এ যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অবৈধভাবে উত্তোলনকৃত ৪টি বালুর স্তূপ জব্দ করা হয়। জব্দকৃত বালুর পরিমাণ এক লাখ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

প্রশাসন জানিয়েছে, জব্দকৃত বালুগুলো পরবর্তীতে নিয়ম অনুযায়ী প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

লামা উপজেলা প্রশাসন ও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির এই যৌথ অভিযান অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *