নাগরপুরে নায়েব ফরহাদের ঘুষ–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মোঃ ফরহাদ আলীর ঘুষ বাণিজ্য ও দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা ও মামুদনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে শত শত নারী-পুরুষ এতে অংশ নেন।
মানববন্ধনে লিখিত বক্তব্যে স্থানীয় মোঃ আলমাস উদ্দিন অভিযোগ করেন, ফরহাদ আলী ক্ষমতার অপব্যবহার করে জমি ভেদে খাজনা বাবদ ২০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার এমনকি ১ লক্ষ টাকা পর্যন্ত দাবি করেন। টাকা না দিলে সেবা প্রার্থীদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন মোঃ মজিবর রহমান, মোঃ ইউসুফ এবং মোঃ আলাউদ্দিন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নায়েব ফরহাদ আলীর দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। ভূমি অফিস কার্যত ঘুষের আখড়ায় পরিণত হয়েছে।
এ বিষয়ে নাগরপুর উপজেলার ভূমি কর্মকর্তা দীপ ভৌমিক জানান, “আমরা ইতোমধ্যে এ অভিযোগের তদন্ত সম্পন্ন করেছি। তদন্ত রিপোর্ট জেলা প্রশাসক (ডিসি) অফিসে জমা দেওয়া হবে। ডিসি অফিস থেকে আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মানববন্ধনে উপস্থিত বক্তারা দুর্নীতির সাথে জড়িত ওই নায়েবকে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *