শরিফা আক্তার, কেন্দুয়া (নেত্রকোনা):
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দৈলা গ্রামের আবু সালামের ছেলে মোঃ রমজান মিয়া (৩৮) প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে রমজান মিয়া প্রতিপক্ষ রঘুনাথপুর গ্রামের চান মিয়ার ছেলে মোঃ জিয়াউর রহমান (৪০) সহ পাঁচজন ও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট বাদী ও তার ভাই তোফাজ্জল হোসেনের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে প্রতিপক্ষ। টাকা দিতে অস্বীকার করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এরই জেরে ১৮ আগস্ট প্রতিপক্ষ লোকজন বাদীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। এ ঘটনায় থানার এক এসআই ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান।
ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে দু’বার গ্রাম্য সালিশ বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও জমির দাম বেশি থাকায় প্রতিপক্ষ সালিশের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানায়। এতে করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগকারী পরিবারের দাবি, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
চলবে…