প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:
বোয়ালখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে এক ইয়াবা কারবারিকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাতে উপজেলার কধুরখীল ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন—মো. জাকির হোসেন (৭২), মো. আরমান হোসেন জিশান (২৮) ও জুবাইদ হোসেন রাব্বি (১৭)। এদের মধ্যে জাকির ও আরমান সম্পর্কে বাবা-ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল কধুরখীল ইউনিয়নে অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি দেশীয় পিস্তল, ৩টি দেশীয় অস্ত্র, ২টি হ্যান্ডস্টিক ও ৩টি মোবাইল জব্দ করা হয়।
জব্দ করা মালামালসহ তিন আসামিকে বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।