কামরুল ইসলাম:
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে দীর্ঘ ২২ বছর আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু বক্করকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন এসআই (নি.) মোহাম্মদ আমিনুল ইসলাম, এসআই (নি.) জিয়াউল হক জিয়া, এসআই (নি.) মাসুদ আলম পাটোয়ারী, এএসআই (নি.) আব্দুল মুনাফ ও নায়েক শরীফুল ইসলাম।
অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি মো. আবু বক্কর (৪৮), পিতা-মৃত শাহা আলম, সাং-দৌলতপুর, পেঠান চৌধুরী বাড়ি, ৫ নং ওয়ার্ড, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রামকে খাগড়াছড়ি সদর থানাধীন ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আবু বক্কর দীর্ঘ ২২ বছর ধরে খাগড়াছড়ি সদর থানার কলাবাগান এলাকায় আত্মগোপনে ছিল। দীর্ঘ পর্যবেক্ষণের পর জেলা গোয়েন্দা শাখা বৃহস্পতিবার বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।