কাটুনিয়া রাজবাড়ী কিন্ডারগার্টেন স্কুলে শিশুদের জন্য অনুকরণীয় পরিবেশ

স্টপ রিপোর্টার :-

কালীগঞ্জ উপজেলার কাটুনিয়া রাজবাড়ী কিন্ডারগার্টেন স্কুলে ছোট সোনামনিদের ভালোবাসা, সরলতা ও আনন্দে মুগ্ধ হয়েছেন আগত অতিথিরা। স্কুল পরিদর্শনে গিয়ে শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ এবং সুন্দর পরিবেশ প্রত্যক্ষ করে তারা গভীরভাবে সন্তুষ্টি প্রকাশ করেন।

এই সময় জাতীয় সাংবাদিক সংস্থার সহ-দপ্তর সম্পাদক মো: আনজার শাহ বলেন, “কাটুনিয়া রাজবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের স্নেহময় পরিবেশ শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে। মামা সুমন মেম্বার ও স্কুলের শিক্ষকদের নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়।”

এদিকে স্থানীয় সমাজসেবক শেখ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, “আমাদের সোনামনিদের জন্য নিরাপদ ও আনন্দঘন শিক্ষার পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ আমাদের আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে সহায়ক হবে।”

অতিথিরা শিশুদের সাথে সময় কাটিয়ে ভবিষ্যতে স্কুলের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *