টাঙ্গাইলে প্রতিবন্ধী শীলদের মাঝে হুইলচেয়ার বিতরণ

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে শীল সমিতির (নরসুন্দর) প্রতিবন্ধী সদস্যদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সোমবার (২৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা শীল সমিতির আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা ও শহরে অবস্থিত সেলুনে কর্মরত শীলদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং টাঙ্গাইল জেলা শীল সমিতির কর্মকর্তা ও সদস্যরা।

সভায় প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু শীল সমিতির সদস্যদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বিস্তারিত তুলে ধরে বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়; এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *