আব্দুর রশিদ, সাতক্ষীরা :
আশাশুনিতে পুলিশের অভিযানে এক গাঁজা ব্যবসায়ীসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় সোমবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিনের নেতৃত্বে এসআই মোঃ রশিদুজ্জামান, এসআই অনাথ মিত্র, এসআই মোঃ ফিরোজ আলম, এএসআই মোঃ তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় আশাশুনি থানার মাদক মামলা নং-১৬(০৮)২৫ ও জিআর-২৩৭/২১ পরোয়ানাভুক্ত আসামী ২০০ গ্রাম গাঁজা সহ বুড়াখারাটি গ্রামের মৃত আবেদ আলী গাজীর ছেলে মোঃ জাহাঙ্গীর গাজী (৩৫)কে গ্রেফতার করেন।
এছাড়া বকচর গ্রামের মৃত সিরাজুল হক এর ছেলে জিআর-২৫৬/২৩ (আশাঃ) এর পরোয়ানাভুক্ত আসামী মুরাদ হোসেন, খরিয়াটি গ্রামের জালাল গাজীর স্ত্রী জিআর-২৪২/২২ এর পরোয়ানাভুক্ত আসামী মর্জিনা বেগম (৪০), বেউলা গ্রামের নুরুল ইসলাম এর ছেলে সিআর-৫৯/২৫ (রামপাল) এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ হাফিজুল ইসলাম, গোকুলনগর গ্রামের মৃত ফোনি সরদারের ছেলে সিআর-১৭/১৯ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ জুল হোসেন, শ্রীউলা গ্রামের আব্দুর রহিম এর ছেলে সিআর-৯৪/২৫ (আশাঃ) এর পরোয়ানাভুক্ত আসামী মহিবুল্লাহ (৩০)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।