মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :
রাজধানীর ব্যস্ততম ফার্মগেট ও তেজগাঁও এলাকায় অবস্থিত ক্যাপিটাল গেস্ট হাউজ বর্তমানে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, গেস্ট হাউজটির মালিক লিমন এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত নামলেই এই গেস্ট হাউজে শুরু হয় মাদক সেবন, নারী ব্যবসা এবং বিভিন্ন অশ্লীল কার্যকলাপ। কক্ষ ভাড়া দেওয়ার আড়ালে চলে মাদক লেনদেন, দেহ ব্যবসা ও অপরাধীদের আড্ডা। প্রতিদিন সন্ধ্যার পর অচেনা গাড়ি ও মোটরসাইকেলের আনাগোনা বাড়তে থাকে, যা চারপাশের মানুষের কাছে প্রশ্ন তুলছে— কার ছত্রছায়ায় চলছে এ ধরনের অপরাধ সাম্রাজ্য?
এলাকার সাধারণ মানুষ এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, গেস্ট হাউজটির মালিক লিমন এবং তার সহযোগীরা প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে এই অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে। ফলে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, পূর্বেও এ ধরনের গোপন তথ্য পাওয়া গেলেও রহস্যজনক কারণে কোনো কঠোর অভিযান পরিচালনা করা হয়নি। এতে করে স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
সচেতন মহলের দাবি, অবিলম্বে ক্যাপিটাল গেস্ট হাউজে বড় ধরনের অভিযান পরিচালনা করে মালিক লিমন ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এ ধরনের অপরাধ আরও বিস্তৃত হয়ে সমাজ ধ্বংসের পথে যাবে।
রাজধানীর গুরুত্বপূর্ণ ফার্মগেট-তেজগাঁও এলাকায় এ ধরনের অপরাধ চলমান থাকা প্রশাসনের ব্যর্থতাকেই প্রকাশ করছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে আগামী দিনে এর ভয়াবহ প্রভাব গোটা সমাজকে গ্রাস করবে।