প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ছয়জন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে গোমদণ্ডী ফুলতলা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ছয়জন মোটরসাইকেল চালককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটি ঝুঁকিপূর্ণও। তাই চালকদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”