শ্যামনগরে জনবান্ধব কর্মকাণ্ডে জনপ্রিয় হয়ে উঠেছেন ইউএনও রনী খাতুন

আব্দুর রশিদ, সাতক্ষীরা: 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রনী খাতুন কর্মদক্ষতা, মানবিকতা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়েই স্থানীয় মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।

২০২৪ সালের ১৪ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। স্থানীয়রা জানান, উপজেলার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে তাঁর ভূমিকা প্রশংসনীয়।

উপজেলা পরিষদ অফিসে সেবা নিতে আসা প্রত্যেককে মনোযোগ সহকারে কথা শোনেন ইউএনও রনী খাতুন এবং দ্রুত ব্যবস্থা নেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং সেবার মান বেড়েছে। পাশাপাশি তিনি সবসময় অসহায়, গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়ান। মানবিক সহায়তার অংশ হিসেবে নিয়মিতভাবে ঢেউটিন, কম্বল, খাদ্যসামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন তিনি। এতে হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটেছে।

স্থানীয়রা বলেন, “মানুষের সব ভালো গুণ যেন রনী খাতুনের মধ্যে আছে। তিনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তা।”

নিজের কাজের নীতি প্রসঙ্গে ইউএনও মোছাঃ রনী খাতুন বলেন, “সরকারি নীতিমালার মধ্যে থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনই আমার প্রধান লক্ষ্য।”

অল্প সময়ের মধ্যেই উন্নয়নকামী, মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডের জন্য তিনি শ্যামনগরের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *