পুলিশের চাকরিজীবী ফোরকান আহমেদ রাজুর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ

বরিশাল প্রতিনিধি:

বরিশালের কোতোয়ালী থানায় পুলিশের এক সদস্যের বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইল ও জোরপূর্বক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, নুসরাত জাহান রাত্রি (২১), পিতা মোঃ আবুল হোসেন, সাং চানমারী মাদ্রাসা রোড, ১১ নং ওয়ার্ড, কোতোয়ালী, বরিশাল তার প্রাক্তন সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরে মানসিকভাবে নিপীড়নের শিকার হচ্ছেন।

তিনি জানান, ফোরকান আহমেদ রাজু (৩৯), পিতা আব্দুল কাদের, সাং বালিগোনা, ঝালকাঠী, বর্তমানে বরিশাল জেলা পুলিশে কর্মরত। তাদের মধ্যে বিয়ের পূর্বে একটি সম্পর্ক ছিল। কিন্তু পরবর্তীতে নুসরাত জাহান রাত্রি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হলে, ফরকান আহমেদ রাজু সম্পর্ক পুনঃস্থাপনের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। জানা যায় মো: ফোরকান আহমেদ একজন পুলিশ কনস্টেবল। তার বিপি নং ৯৪১৪১৬৫৭৫০। কন্সটবেল/৯৭৩। কর্মস্থল শরিকল তদন্ত কেন্দ্র।তাকে এ বিষয় সহযোগীতা করছেন পুলিশ কন্সটেবল আমজাদ।

পুলিশ কন্সটেবল আমজাদ

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৬ আগস্ট ২০২৫ সকাল ১০টার দিকে ফরকান আহমেদ রাজু জোরপূর্বক নুসরাতকে রিকশায় তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেন এবং তার মোবাইল ফোন কেড়ে নেন। ফোনে থাকা বিভিন্ন ব্যক্তিগত ডকুমেন্ট সংগ্রহ করে তা ব্যবহার করে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করতে থাকেন।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত রাজু বিবাহিত এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। তবুও তিনি অনৈতিকভাবে যোগাযোগ ও হুমকি দিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *