শিবগঞ্জে বাবুল হত্যায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ মাহমুদুল হাসান:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুদি দোকানদার বাবুল হোসেন হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিবগঞ্জ পৌরবাসী।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ইসরাইল মোড় ঘেরাও করে মানববন্ধন করেন এলাকাবাসী।

বক্তারা বলেন, একজন নিরীহ মুদি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ, আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার চাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, শিবগঞ্জ পৌর মসজিদের ইমাম শামীম রেজা, বাবুল হোসেনের ছোট ভাই নজরুল ইসলামসহ অন্যান্যরা।

গত ২১ আগস্ট শিবগঞ্জ পৌর এলাকার বড় চক গ্রামের গুমানের ছেলে আসাদুলের সাথে ১০০ টাকা নিয়ে বাকবিতণ্ডা হয় বাবুল হোসেনের। পরে ১৫-২০ জন সন্ত্রাসী ডেকে নিয়ে মুদি দোকানদার বাবুল হোসেনের উপর হামলা করে আসাদুল ইসলাম। এতে গুরুতর আহত হন বাবুল হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ২৬ আগস্ট রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *