জাককানইবি কেসস্প্রিন্টে বিজয়ী হলো বিইউপি’র ‘ব্যাকসিট ড্রাইভার্স’

মাহমুদা আক্তার নাঈমা:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ের কেস প্রতিযোগিতা ‘কেসস্প্রিন্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে। তিন শতাধিক দল পেছনে ফেলে বিজয়ী হলো বিইউপি’র ‘ব্যাকসিট ড্রাইভার্স’ দল।

রবিবার (৩১ আগস্ট ২০২৫) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ৩য় তলায় সেমিনার কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় দেশজুড়ে তিন শতাধিক দল অংশ নেয়। তিনটি বাছাই রাউন্ড অতিক্রম করে কয়েকটি সেরা দল জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। ফাইনালে ছিল টানটান লড়াই। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দল ‘ব্যাকসিট ড্রাইভার্স’। প্রথম রানার-আপ হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘টিম মেট্রো’ এবং দ্বিতীয় রানার-আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর ‘হাতিমাতিম টিম’। বিজয়ী দলগুলোর মধ্যে সর্বমোট এক লাখ দশ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

এ প্রসঙ্গে আয়োজক কমিটি জানায়, প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণরা ব্যবসায়িক সমস্যার উদ্ভাবনী সমাধান ও কৌশলগত চিন্তাধারার দক্ষতা তুলে ধরেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ফাইনালে অংশ নেওয়া টিমগুলো হলো: Team Carry (ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ), Team Metro (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), Team J N YOU (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), Team Backseat Drivers (বিইউপি), BBA Engineers (রাজশাহী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি) এবং Team Hattimatim Tim (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *