বান্দরবানে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে জাতীয় মৎস্য দিবস পালন

কামরুল ইসলাম:

জাতীয় মৎস্য দিবস-২০২৫ উপলক্ষে বান্দরবানে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে বান্দরবান পুলিশ লাইন্স প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন পুনাক বান্দরবানের সভানেত্রী জনাবা জামিনাতুন নেছা

প্রধান অতিথির উপস্থিতি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)। তিনি বলেন, “মৎস্য সম্পদ আমাদের জাতীয় সম্পদ। এর সংরক্ষণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অতিথিবৃন্দের অংশগ্রহণ

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • জনাবা জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)

  • জনাব মোঃ ফরহাদ সরদার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা)
    এছাড়াও পুনাকের সদস্যবৃন্দ, পুলিশ লাইন্সের কর্মকর্তা ও কর্মচারী, জেলার বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মসূচির কার্যক্রম

অনুষ্ঠানে পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, স্থানীয় জনগণকে মাছ চাষে উৎসাহিত করতে এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।

পুনাকের সামাজিক কার্যক্রম

আয়োজকরা জানান, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষা সহায়তা, দুস্থদের আর্থিক সহায়তা, নারীদের দক্ষতা উন্নয়ন, বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষা—এসব ক্ষেত্রেও সংগঠনটি ইতোমধ্যে প্রশংসনীয় ভূমিকা রাখছে।

স্থানীয়দের প্রতিক্রিয়া

স্থানীয়রা জানান, এ ধরনের কর্মসূচি মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়। বিশেষ করে মৎস্য সম্পদ সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সংগঠনগুলোও দায়িত্বশীল ভূমিকা পালন করছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

উপসংহার

জাতীয় মৎস্য দিবস উপলক্ষে বান্দরবানে পুনাকের উদ্যোগে আয়োজিত মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি ভবিষ্যত প্রজন্মকে সম্পদ রক্ষা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *