নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় দৈনিক মজলুমের কণ্ঠ এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাগরপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মজলুমের কণ্ঠের নাগরপুর প্রতিনিধি মো. এরশাদ মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক মো. আবু বকর সিদ্দিক ও মো. কায়কোবাদ মিয়া।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মজলুম জননেতা মাওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করছে দৈনিক মজলুমের কণ্ঠ।
আলোচনা সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত নাগরপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক মজলুমের কণ্ঠ এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।