খেলাফত যুব মজলিসের নকীব বৈঠক: সংগঠনের গতি-প্রেরণার নতুন দিকনির্দেশনা

মোঃআনজার শাহ:

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় কার্যালয় তাগলীবে দ্বীন মারকাজ বৃহস্পতিবার বিকেলে মুখর হয়ে ওঠে নকীবদের সমাবেশে। বাদ আছর অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল নকীবরা মিলিত হয়ে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান। সভাপতিমণ্ডলীর সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও জাকির হুসাইনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। দারসুল কুরআন পেশ করেন যুব মজলিসের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম।

নেতারা বলেন, দেশের ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে নকীবরা সংগঠনের প্রাণভোমরা। তাঁদের নিষ্ঠা, ত্যাগ ও দায়িত্ববোধই মাঠপর্যায়ে নতুন উদ্দীপনা সঞ্চার করবে। বৈঠকে সাংগঠনিক কার্যক্রমের সার্বিক পর্যালোচনার পাশাপাশি নীতিনির্ধারনী বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়, যা সংগঠনের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

কেরানীগঞ্জের এই নকীব বৈঠক শুধু একটি বৈঠকই নয়, বরং যুব মজলিসের সাংগঠনিক শক্তি ও অঙ্গীকারের দৃপ্ত ঘোষণা হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *