অরাজকতা রোধে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান টুকুর

মোঃ ফেরদৌস হোসেন:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো অপশক্তি যেন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিঘ্ন ঘটাতে না পারে। এজন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

সোমবার বিকেলে সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির বিশাল আনন্দ মিছিল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা করে দলের নেতাকর্মীদের শিক্ষা দিয়েছেন—সুশৃঙ্খলভাবে দেশের সকল শ্রেণী, পেশা, ধর্ম ও বর্ণ নির্বিশেষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

টুকু বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে এবং জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে বিএনপি সকল প্রকার সহযোগিতা করবে। এছাড়া, গত বছরের মতো এ বছরও সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হবে, যাতে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পূজা উদযাপন করা যায়।

এরপর জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু খোলা ট্রাকে দাঁড়িয়ে মিছিলে অংশ নেন।

বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ রঙিন গেঞ্জি ও টুপি পরিধান করে, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে, শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে রাখার সঙ্গে সঙ্গে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে আনন্দ মিছিলে অংশ নেন।
আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক ধরে বাজার-স্টেশন এলাকায় মুক্তির সোপানে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *