মানবতার ফেরিওয়ালার আরেক নাম ডা: রজত কুমার বিশ্বাস

প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:

বোয়ালখালী দত্ত পাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, সুহৃদ ক্লাবের দুর্গা মন্দিরের সাবেক তন্তধার, প্রয়াত মনোরঞ্জন বিশ্বাসের প্রথম কৃতি সন্তান, যার চিকিৎসা সেবায় যশ ও খ্যাতি গুণান্বিত, তিনি হলেন ডা: রজত কুমার বিশ্বাস। পাঁচ ভাই, চার বোনের মধ্যে ডা: রজত কুমার বিশ্বাস হলেন বড়।

স্কুল জীবনে প্রাইমারি থেকে ছিলেন অত্যন্ত মেধাসম্পন্ন। কধুরখীল উচ্চ বিদ্যালয়ে (বর্তমান সরকারি) মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত কৃতিত্বের সাথে প্রথম স্থানে থাকতেন।

বর্তমান পূর্ব গোমদণ্ডী হেমপংকজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা।

তাঁর অন্যান্য গুণের মধ্যে আছে অত্যন্ত ধৈর্য এবং পরিশ্রম। তাই ইতোমধ্যে নিজেকে জনগণের কাছে মানবিক মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন নিজ গুণে। বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে ছুটে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে।

তাঁর পারিবারিক অনুপ্রেরণায় মানবকল্যাণ ও গাইনি চিকিৎসায় ব্রত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’—এই বিখ্যাত উক্তিটি যেন মিলে যায় ডা: রজত কুমার বিশ্বাসের সাথে। বোয়ালখালী তাঁর জন্মস্থান। সেই সুবাদে কেউ যদি বোয়ালখালী থেকে আসে শুনে অগ্রাধিকার ভিত্তিতে সেই রোগীকে প্রথমে দেখেন।

একজন সমাজসেবক ও ধর্মপ্রচারক, সৎ, ন্যায়নীতিবান, উদার সমাজ সংস্কারক তরুণ-সমাজ নবীন, যুব-প্রবীণ সমাজে রয়েছে তার যথেষ্ট সুনাম।

তাই এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতাস্বরূপ দত্তপাড়া একটি সড়কের নাম “ডা: রজত কুমার বিশ্বাস সড়ক” নামে নতুন করে উদ্বোধন হতে যাচ্ছে। এ সড়কের জন্য সার্বিক সহযোগিতা করেন ৪নং পৌর এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বোয়ালখালী বিএনপির আহ্বায়ক হাজী মো: ইছাক চৌধুরী। তিনি এ প্রতিবেদনে বলেন, “এ এলাকায় হিন্দু, মুসলিম সবাই এক জাতি, এক প্রাণ। আমরা ভাই ভাই। এ এলাকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। তাছাড়াও ডা: রজত দার অবদান সবচেয়ে বেশি। উনাকে যেন সৃষ্টিকর্তা সুস্থ রাখেন, এ কামনা করছি।”

লোকনাথ মন্দিরের পরিচালনা পর্ষদের সভাপতি শ্যামল চৌধুরী এবং সাধারণ সম্পাদক অনিল দে, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু ঘোষ,

সুহৃদ ক্লাবের সভাপতি ডা: প্রভাস চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বিকাশ কান্তি সিকদার, সুব্রত দত্ত রাজু ও প্রত্যেক সম্মানিত নেতৃবৃন্দ এবং উৎসব কমিটির সভাপতি পণ্ডিত তাপস চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক সুমন কর একমত পোষণ করে ডা: রজত কুমার বিশ্বাসের প্রতি সবসময় সার্বিক সহযোগিতা করার কারণে কৃতজ্ঞতা প্রকাশ এবং রজত দার সুস্থতা ও সুন্দর জীবন কামনা করেন।

খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের বাকী সময়টুকু মানবসেবায় নিজেকে বিলিয়ে দিতে চান তিনি।

বোয়ালখালী বাগীশিক পৌর সংসদের ভালো কৃতিকার্য ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান আশীর্বাদকের বক্তব্যে তিনি বলেন, “মানুষের সেবক হয়ে মানুষের সেবা করতে চাই।” তিনি আরও জানান, “আজ বক্তৃতাকালে তাদের ভালোবাসা পেয়ে নিজেকে খুবই ধন্য মনে করছি। মানুষের ভালো থাকাই আমার ভালো থাকা। যেন আগামী দিনগুলো ভালোবাসার মানুষগুলোকে নিয়ে সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনযাপন করতে পারি, এই আশীর্বাদ চান সকলের নিকট।”

“আমি গরিবের ডাক্তার হিসেবে থাকতে চাই, আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমি তাদের পাশে থাকতে চাই।”

লোকনাথ মন্দির ও দুর্গা মন্দির, সুহৃদ ক্লাবসহ নতুন ভবন নির্মাণ হতে যাচ্ছে শুনে আমি খুবই আনন্দিত ও গর্ববোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *