উজ্জ্বল মিয়া:
টাঙ্গাইলে মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন মেম্বারের দুর্নীতির অভিযোগ করায় নির্যাতিত দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলামকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রয়াত আইনজীবী, সাহিত্যিক ও সাংবাদিক চারণ কবি এম এ ছাত্তার উকিলের নিজ কার্যালয় হাউজিং স্টেটে ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।
এ সময় জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি তাইজুল ইসলাম টুটুল বলেন, সাংবাদিক নির্যাতন হলে আমাদের সংগঠন চুপচাপ বসে থাকবে না। নির্যাতিত সাংবাদিকের পাশে থেকে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। প্রয়াত সাংবাদিক, আইনজীবী ও সাহিত্যিক চারণ কবি এম এ ছাত্তার উকিলের ৭৬তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন এবং সাংবাদিক নজরুল ইসলামকে অনুদান প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন, টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুল্লাহ বাহার, আইন বিষয়ক সম্পাদক ও এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রমজান আলী, কার্যকরী সদস্য মাজেদুর রহমান, দেওয়ান মোমেন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
পরে প্রয়াত আইনজীবী, সাহিত্যিক ও সাংবাদিক চারণ কবি এম এ ছাত্তার উকিলের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়।