দৌলতপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকালাই বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
বুধবার(৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের আওতায় উপজেলার ১ হাজার ৮শ কৃষককে ৫ কেজি বীজ , ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিনামূল্যে দেয়া হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস এর আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকালাই বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ,
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজওয়ানুল ইসলামসহ উপজেলা প্রশাসন, কৃষি কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ ও ১৪ ইউনিয়ন থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগন।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম,
কৃষকদের উদ্দেশে বলেন, “মাসকলাই চাষ লাভজনক। সঠিকভাবে আবাদ করলে অল্প সময়েই ভালো ফলন পাওয়া সম্ভব। তবে প্রণোদনার বীজ ও সার বিক্রি না করে সঠিকভাবে আবাদ করার অনুরোধ জানান।