সুদক্ষ ওসি মাসরুরুলের কর্মদক্ষতায় নাইক্ষ্যংছড়ি থানায় আইনশৃঙ্খলায় আমূল পরিবর্তন

কামরুল ইসলাম:

বান্দরবান জেলার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি থানা বর্তমানে আইনশৃঙ্খলা ও জনসেবার ক্ষেত্রে একটি মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে। থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসরুরুল হক পিং-এর কর্মদক্ষতা, সততা ও সাহসী নেতৃত্বে এ পরিবর্তন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

ওসি মাসরুরুলের ব্যক্তিগত পরিচয়

ওসি মাসরুরুল হক পিং-এর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম পুরানগড়ে। তিনি প্রয়াত মাহফুজুল হকের সন্তান। তাঁর পিতা ছিলেন একজন শিক্ষক এবং বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। ২০০৬ সালের ১ মার্চ বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। কর্মজীবনের শুরুতে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শেষে বান্দরবান সদর থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন। পরে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে নাইক্ষ্যংছড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

কর্মদক্ষতায় প্রশংসিত

একজন সহকর্মী পুলিশ কর্মকর্তা জানান, মাসরুরুল হক সবসময় সৎ, সাহসী ও চৌকস অফিসার হিসেবে পরিচিত। খুব অল্প সময়ে তিনি তদন্ত কর্মকর্তা থেকে থানার ওসি পদে উন্নীত হয়েছেন। কঠিন ও জটিল মামলাও তিনি দক্ষতার সাথে সমাধান করতে সক্ষম হয়েছেন। এতে করে তিনি থানার কর্মকর্তা, কনস্টেবল এবং সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডে সাফল্য

ওসি মাসরুরুল জানান, বান্দরবান জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল্লা কাওসারের দিকনির্দেশনায় তিনি নাইক্ষ্যংছড়ি থানা পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বে থানার পরিবেশ পরিবর্তিত হয়ে এখন কোলাহলমুক্ত, সুন্দর ও মনোরম একটি কর্মপরিবেশ গড়ে উঠেছে। থানার মসজিদে উন্নয়ন, অফিসার ও কনস্টেবলদের থাকার সুব্যবস্থা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

তিনি আরও বলেন, “স্যার আমাদের যেমন শাসন করেন, তেমনি আদরও করেন। আদর ও শাসনের মিশেলে কাজ আদায় করার যে পদ্ধতি, তা থেকে আমরা অনুপ্রাণিত হই। আওতাধীন থানাগুলোর মধ্যে নাইক্ষ্যংছড়ি থানায় দায়িত্ব পালন করতে পারায় আমি নিজেকে ধন্য মনে করি।”

আগস্ট মাসের মামলা নিষ্পত্তি

আগস্ট মাসে নাইক্ষ্যংছড়ি থানায় মোট ছয়টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মাদক (ইয়াবা) সংক্রান্ত মামলা, অপহরণ মামলা এবং অন্যান্য ফৌজদারি মামলা। মামলাগুলোর মধ্যে রয়েছে—

  • মাদক মামলা নং-১/৭২৫

  • অপহরণ মামলা নং-২/০২৮৫ (বাইশারী এলাকা)

  • মামলা নং-১১ (তারিখ: ১৯-০৭-২০২৫)

  • মামলা নং-১৩ (তারিখ: ২০-০৮-২০২৫)

  • মামলা নং-১১ (তারিখ: ১৮-০৮-২০২৫)

সবগুলো মামলাই দ্রুত তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করার লক্ষ্যে তিনি পদক্ষেপ নিয়েছেন।

জনআস্থার প্রতীক

স্থানীয় জনগণ মনে করছেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় নাইক্ষ্যংছড়ি থানায় মাদক চোরাচালান, অপহরণ ও অন্যান্য অপরাধের ঝুঁকি বেশি থাকে। কিন্তু ওসি মাসরুরুল হক দায়িত্ব নেওয়ার পর থেকে এসব অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। তাঁর কর্মদক্ষতা, সততা ও সাহসিকতায় থানায় একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *