গোপালগঞ্জ প্রতিনিধি:
রাজধানী ঢাকার প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মধ্যে এক স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ভরশীল সদস্যরা প্রাভা হেলথ থেকে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা নিতে পারবেন।
এই চুক্তির ফলে কনসালটেন্সি ফি, মেডিকেল টেস্ট, হেলথ চেকআপসহ বিভিন্ন ক্ষেত্রে ডিসকাউন্ট সুবিধা পাবেন।
আজ শনিবার সন্ধ্যা ৭টায় গোবিপ্রবির ঢাকার ধানমন্ডি গেস্ট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিপত্রে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং প্রাভা হেলথের পক্ষে স্বাক্ষর করেন চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আব্দুল মতিন ইমন।
চুক্তি অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিডিও কলের মাধ্যমে সেবা নিলে ২০ ভাগ, সশরীরে চিকিৎসক দেখালে ২০ ভাগ, সকল ধরনের ল্যাব টেস্টে ২৫ ভাগ, ডোপ টেস্টে ৪৫ ভাগ, হোল বডি চেকআপে (নিয়মিত শারীরিক জটিলতা নির্ণয়) ৫৯ ভাগ এবং ভিটামিন ডি প্যাকেজে ১২ ভাগ ডিসকাউন্ট সুবিধা পাবেন।