মোঃআনজার শাহ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক আবু বাকের মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফ্রন্টলাইনে থাকা এই তরুণ নেতা এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পটভূমি: জুলাই বিপ্লব থেকে ডাকসু:
২০২৪ সালের জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু বাকের মজুমদার। সে সময় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে তিনিও একজন। ছাত্র আন্দোলনের কার্যালয় থেকে তার গ্রেপ্তার সারাদেশে আলোড়ন তোলে। সাহসী অবস্থান ও অবিচল নেতৃত্বের কারণে তখন থেকেই তিনি তরুণ প্রজন্মের কাছে সংগ্রামী নেতার প্রতীক হয়ে ওঠেন।
সমর্থন ও আলোচনার কেন্দ্রবিন্দু:
সাবেক তথ্য উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম সম্প্রতি এক ফেসবুক পোস্টে লিখেছেন, “আবু বাকেরের ভূমিকা একদিন জাতি জানবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে নেতৃত্ব দিতে তাকে প্রয়োজন।” এই পোস্টের পর থেকেই ডাকসু নির্বাচনে তার প্রার্থিতা নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নির্বাচনী প্রেক্ষাপট:
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৯ জন প্রার্থী। তাদের মধ্যে অন্যতম আলোচিত নাম আবু বাকের মজুমদার। নির্বাচনী প্রচারণায় তিনি বলছেন,
“রাজনৈতিক পরিচয়ে চাকরির সুযোগ নেই। এর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। চাকরি ও পড়াশোনার জন্য ২৪/৭ স্টাডি বিল্ডিংয়ের উদ্যোগ নেওয়া হবে।”
রাজনৈতিক যাত্রা:
স্কুল জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত আবু বাকের মজুমদার। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন—প্রতিটি ধাপে তার নেতৃত্বের ছাপ রয়েছে। তার মতে, এই আন্দোলন জনগণের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে—দুর্বল হয়ে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে সংস্কার করার।
তিনি বলেন, “বিচার বিভাগে স্বচ্ছতা ফিরিয়ে আনা, ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি এখন জাতির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা যেহেতু অন্তর্বর্তী সরকারে আছেন, তাই এসব ক্ষেত্রে আমরা সহযোগিতা করে যাচ্ছি।”
প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা:
৭ সেপ্টেম্বর প্রচারণার শেষ দিনে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“আলহামদুলিল্লাহ। আজকে প্রচারণার শেষ দিন শেষ হলো। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা, পরামর্শ পেয়েছি এটা আমার জীবন অধ্যায়ে অনন্য। আপনারা আপনাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন এটাই প্রত্যাশা।”
শেষে তিনি যোগ করেন,
“আমাদের অঙ্গিকার, ডাকসু হবে প্রতিবার! ৯ তারিখ সারাদিন, সবাই এসে ভোট দিন।”
ব্যালট তথ্য:
মোঃ আবু বাকের মজুমদার
জিএস পদপ্রার্থী, ব্যালট নং: ১১