স্বাধীন সংবাদ ডেস্ক:
সারাদেশে চলতি শারদীয় দুর্গাপূজায় প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এই তথ্য জানান।
উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পূজা উপলক্ষে আশেপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে। এবার এসব মেলা হবে না। গাঁজা ও মদের কোনো আসর বসানো যাবে না।”
তিনি আরও জানান, দুর্গাপূজা সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীরা কোনো আশঙ্কা বা উদ্বেগের কথা জানায়নি। “এবারের পূজা উদযাপন হবে স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে,” তিনি উল্লেখ করেন।
নিরাপত্তার দায়িত্ব ও সমন্বয় বিষয়ে উপদেষ্টা জানান, সারাদেশে মণ্ডপগুলোতে আনসার সদস্যদের নিয়োগ থাকবে তিন লাখ। এছাড়া পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবেন। সীমান্ত এলাকায় পূজা মণ্ডপের দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে। তবে সারাদেশে আনসারের নিয়োগ নিশ্চিত করা হয়েছে।
উপদেষ্টা বলেন, “এটি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। যারা আমাদের সঙ্গে ছিলেন, তারা অঙ্গীকার করেছেন, এটা খুবই ভালো হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে তাদের একটি বড় ভূমিকা রয়েছে।”
তিনি আরও জানান, ২৪ ঘণ্টা মণ্ডপ পর্যবেক্ষণ নিশ্চিত করতে দিনে তিনজন ও রাতে চারজন করে আনসার দায়িত্ব পালন করবেন। এদের কাজ হবে কোনো ধরনের সমস্যা যেন না হয় তা পর্যবেক্ষণ করা।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নতুন মোবাইল অ্যাপ তৈরি করেছে। এর মাধ্যমে যে কোনো ঘটনা ঘটলে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অবগত করা যাবে। পাশাপাশি, ঘটনার সত্যতা যাচাই করার ব্যবস্থা থাকবে।
উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জনগণকে আশ্বস্ত করে বলেন, “আমরা চাই এই দুর্গাপূজা উদযাপন শান্তিপূর্ণভাবে হোক। সকল পূজামণ্ডপ নিরাপদ থাকবে এবং জনগণ উৎসবের আনন্দ নির্বিঘ্নে উপভোগ করতে পারবে।”