নুরের শারীরিক অবস্থা নিয়ে স্বস্তিদায়ক খবর দিলেন ঢামেক পরিচালক

স্বাধীন সংবাদ ডেস্ক:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে স্বস্তিদায়ক খবর দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক প্রশাসনিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নুরের শর্ট মেমোরি লস হয়নি। তিনি বলেন, “এ ধরনের আঘাতে মেমোরি লস হওয়ার সম্ভাবনা নেই।”

হাসপাতালে ভর্তি ও চিকিৎসা পরিসংখ্যান:
ঢামেক পরিচালক জানান, নুর হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম দিনেই তাকে জরুরি বিভাগ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরবর্তীতে ছয় সদস্যের মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। বোর্ডের পরামর্শ অনুযায়ী সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়েছে। ধীরে ধীরে শারীরিক অবস্থা উন্নতির কারণে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মোটামুটি স্থিতিশীল আছেন এবং ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

নাক ও চোখের আঘাত:
ডাক্তারি প্রতিবেদনে বলা হয়েছে, নুরের নাকের হাড় ভাঙার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। তবে এতে ভয়ের কিছু নেই। তার নাকে তিনটি আঘাত রয়েছে, কিন্তু হাড়গুলো প্রাথমিক অবস্থানেই রয়েছে। সাধারণত এই ধরনের ইনজুরি পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। চোখে আঘাত থাকলেও রক্তক্ষরণ হয়নি এবং চোখ ভালো আছে।

মাথায় আঘাত ও সিটি স্ক্যান:
ঢামেক পরিচালক বলেন, “শুরুতে চিকিৎসকরা মাথায় আঘাত নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তবে আইসিইউতে থাকা অবস্থায় আরও একটি সিটি স্ক্যানের পর দেখা যায়, সামান্য যে রক্তক্ষরণ ছিল, তা মোটামুটি ঠিক হয়ে গেছে।” এই কারণে নুরের অবস্থা এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

জ্বর ও সর্দি-কাশির উপসর্গ:
তিনি আরও জানান, গতকাল রাত থেকে নুরের জ্বর ও সর্দি-কাশির উপসর্গ দেখা দিয়েছে। মেডিসিন বিভাগের প্রধান তাকে দেখেছেন এবং কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছেন। পরীক্ষাগুলো সম্পন্ন হলে পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন করা হবে।

উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ:
ঢামেক পরিচালক আসাদুজ্জামান বলেন, নুরের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে পারে। তিনি নিশ্চিত করেছেন যে, নুরের চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ ও আশা:
ডাক্তারি বিশ্লেষণে দেখা যাচ্ছে, নুর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন। তার পরিবারের এবং সমর্থকদের আশ্বস্ত করার পাশাপাশি চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, তাকে পর্যবেক্ষণ ও নিয়মিত চিকিৎসা অব্যাহত রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *