প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর, বুধবার, বিকেলে বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য সওকত আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজি মোহাম্মদ বেলাল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর ও পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাশেম, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি আবু আকতার।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় এরশাদ উল্লাহ
‘লুটপাট গুমখুন করে দেশান্তরি ফ্যাসিস্ট হাসিনা’
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ‘গত ১৫ বছর লুটপাট, গুম খুন করে দেশান্তরি হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম খুন করেছে। এসব অপরাধের বিচার করা হবে।’