ফতুল্লায় বিদ্যুৎ পৃষ্ট নিহত পরিবারকে ত্রান মন্ত্রনালয় কতৃক আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে

তথ্য ও প্রতিবেদকমোহাম্মদ হোসেন হ্যাপী।  ছবি- স্বাধীন সংবাদ

 

নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের শেহাচর এলাকায় বিদ্যুৎ পৃষ্ট নিহত পরিবারকে দূর্যোগ ব্যবস্হাপনায় ও ত্রান মন্ত্রনালয় কতৃক আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। সোমবার { ৮ সেপ্টেম্বর } দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসার এর নিজ কার্যালয়ে ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা {ইউএনও} তাছলিমা শিরিন। নিহত পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন আমির আলী। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডলসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। নিহতরা হলেন, আমির হোসেনের স্ত্রী রুকসানা বেগম {৫০} ও মেয়ে নূসরাত জাহান লামিয়া {২২}। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে কত শনিবার {৩০ আগস্ট} আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ফতুল্লার শেহাচর এলাকায় বাড়িতে বৃষ্টি পানিতে ডুবে থাকা তারে বিদ্যুৎ স্পৃষ্ট মাকে বাঁচাতে মেয়ে ও মা দুজনই মৃত্যু বরন করেন। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *