কামরুল ইসলাম:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে চোলাই মদসহ এক মদ কারবারিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নুরুল আলমের নেতৃত্বে কেরানীহাট ট্রাফিক বক্স এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়ে।
আটক ব্যক্তির নাম সজল বড়ুয়া (পিতা: সাধন বড়ুয়া), বাড়ি সাতকানিয়া উপজেলার মুনিয়ারঘর গ্রামে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই মদ কারবারের সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন **টিভিএস মোটরসাইকেল (কালো-নীল রঙের)**ও জব্দ করা হয়।
অভিযান শেষে আটক সজল বড়ুয়াকে মদসহ এবং জব্দকৃত মোটরসাইকেল সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ট্রাফিক বিভাগের টিআই নুরুল আলম জানান, “মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে। কেউ আইনের বাইরে থাকতে পারবে না।”
এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।