মোশারফ হোসেন জসিম পাঠান:
নেত্রকোনা জেলার সদর উপজেলার ৬নং ইউনিয়নের বাইছধার কান্দাপাড়া গ্রামে চিরকুমার ও সংসার ত্যাগী হযরত লাল শাহ্ চিশতী (রহ.) বিক্রমপুরী সাহেবের ৩৭তম ওরশ মোবারক জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত খানকা ও মাজার শরীফ প্রাঙ্গণে এ আয়োজন চলে। খাদেম ও নেত্রকোনা জেলা বাউল সমিতির সভাপতি হযরত উমর ফারুক চিশতী (বাউল উম্মেদ আলী ফকির) এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন। সভাপতিত্ব করেন মো. একদিল হোসেন এবং সঞ্চালনা করেন মো. খাইরুল ইসলাম।
অনুষ্ঠান পরিদর্শন করেন সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল কাদের সুজা, সদর থানা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম উজ্জ্বল, ৬নং লক্ষীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. বাবুল মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. শাহিনুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. রাসেল মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাজার কমিটির সদস্যরা—শামীম মিয়া, শফিকুল ইসলাম, উকিল মিয়া, শহীদ মিয়া, মান্নান মিয়া, মোজাম্মেল মিয়া, ফরিদ মিয়া, বাচ্চু মিয়া, আলম মিয়া, রিপন মিয়া, স্বপন মিয়া, লোকমান মিয়া, আলাল মিয়া, সোহেল মিয়া, আব্দুল সালাম, সুজেল মিয়া, কালাম মিয়া ও জোরদার মিয়াসহ অনেকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
সাংস্কৃতিক পর্বে পরিবেশনা করেন বাউল শিল্পী সিরাজ উদ্দিন খান পাঠান, সুপরিচিত শিল্পী সুনীল কর্মকার, বাউল ওয়ালিদ মিয়া, বাউল হবিল সরকার, বাউল ফকির চান, শিল্পী শেফালী দাস ও মোহাম্মদ তাহহিদ শাহ।
অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। রাতে সাংস্কৃতিক পরিবেশনার পর ফজরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরশ মোবারক সমাপ্ত হয়। এতে হাজারো ভক্ত-আশিকান, মুরিদানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন।