মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে পুলিশ হত্যার চেষ্টা ও ডাকাতির প্রস্তুতির মামলার এজাহারভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত ১২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে (শুক্রবার) মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের গভীর পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ দল। এ সময় মহেশখালী থানায় দায়ের হওয়া মামলা নম্বর-২০, তারিখ: ১২/০৯/২০২৫, ধারা: ৩৯৯/৪০২/৩০৭/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ (দণ্ডবিধি, ১৮৬০) অনুযায়ী এজাহারনামীয় ৭ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা:
১. হাবিব (২৯), পিতা- আলী আজগর, সাং- উত্তর নলবিলা, আকবর হাজী পাড়া, ওয়ার্ড-০২, কালারমারছড়া ইউপি।
২. জসিম উদ্দিন (৩২), পিতা- মৃত আকতার হোসেন, সাং- উত্তর নলবিলা, মাঝের পাড়া, ওয়ার্ড-০২, কালারমারছড়া ইউপি।
৩. ইকবাল ফারুক (৩৯), পিতা- উকিল আহমদ, সাং- আফজলিয়া পাড়া, উত্তর নলবিলা, ওয়ার্ড-০২, কালারমারছড়া ইউপি।
৪. মোঃ শাহিন (২৩), পিতা- বাবুল করিম, মাতা- শাহানা বেগম, সাং- সিকদার পাড়া, ওয়ার্ড-০১, মাতারবাড়ী ইউপি।
৫. মোঃ আকাশ (২৩), পিতা- নুরুল আবছার, সাং- সিকদার পাড়া, ওয়ার্ড-০১, মাতারবাড়ী ইউপি।
৬. মোঃ আজিজ (২৩), পিতা- মোহাম্মদ সৈয়দ, সাং- মগডেইল, ওয়ার্ড-০৮, মাতারবাড়ী ইউপি।
৭. কালা মিয়া (২৩), পিতা- আব্দুস সালাম, সাং- মগডেইল, ওয়ার্ড-০৮, মাতারবাড়ী ইউপি।
তাদের সবার স্থায়ী ঠিকানা মহেশখালী থানাধীন কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিয়নে।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।