মোঃ সোলাইমান:
রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের জুরাইন এলাকার রজ্জব আলী সরদার রোডের বাসিন্দারা ১৩ই সেপ্টেম্বর (শনিবার) রাস্তার মাঝখানে অবস্থিত ডিপিডিসির বিদ্যুৎ খুঁটি অপসারণের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এলাকাবাসীর অভিযোগ, এই খুঁটিগুলো রাস্তার সীমানা থেকে ৩-৪ ফুট ভেতরে অবস্থান করায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর পক্ষে মোঃ সালাহ উদ্দিন আহমেদ জানান, দীর্ঘ ২০ বছর পর রজ্জব আলী সরদার রোডের সংস্কার কাজ চলছে। কিন্তু এখনই খুঁটিগুলো রাস্তার মাঝ থেকে সরানো না হলে রাস্তা পাকা হওয়ার পর সমস্যা আরও স্থায়ী হবে। এ বিষয়ে তারা গত ০২/০৯/২৫ইং ডিপিডিসির প্রধান নির্বাহী প্রকৌশলী বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনপত্রে খুঁটির অবস্থান ও নির্মাণাধীন রাস্তার ছবি সংযুক্ত করা হয়েছে।
আবেদনপত্রে এলাকাবাসী উল্লেখ করেছেন, এই খুঁটিগুলোর কারণে রুগী বহনকারী গাড়ী, অ্যাম্বুল্যান্স, স্কুল ভ্যান ও মালামাল বহনকারী কোন যানবাহন চলাচল করতে পারছে না। এতে তাদের দৈনন্দিন জীবনে ভোগান্তি চরমে পৌঁছেছে। এলাকাবাসী আশা করেন, কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে এই সমস্যার স্থায়ী সমাধান করবেন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, তারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন। তারা আরও জানিয়েছেন, এই সড়কটি তাদের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ পথ হওয়ায় তাদের ভোগান্তি নিত্যদিনের। বিকল্প পথ সরু এবং অনেক দূর ঘুরে তাদের জুরাইন–মাওয়া–যাত্রাবাড়ী–সিলেট মেইন রোডে উঠতে হয়, এতে করে সময় ও খরচ বেশি হচ্ছে। খুঁটি সরানোর জন্য ডিপিডিসির কাছে লিখিত অভিযোগ প্রদান করা হলেও কর্তৃপক্ষ একদিন এসে দেখে যাওয়া ছাড়া আর কোন পদক্ষেপ নেয়নি। এমনকি আশাবাদী হওয়ার মতো কোন প্রতিশ্রুতিও তারা দেয়নি, এতে ক্ষুদ্ধ হয়েছেন প্রতিদিন চলাচলরত সাধারণ মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা করেন, কর্তৃপক্ষের সহযোগিতায় খুঁটিগুলি যথাস্থানে স্থাপন করে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করবেন।
এ বিষয়ে ডিপিডিসি জুরাইন এনওসিএস কার্যালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী আশাবাদী, জনস্বার্থে কর্তৃপক্ষ শিগগিরই তাদের যৌক্তিক দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।