টাঙ্গাইলে দাইন্যা ইউনিয়নের এলাকাবাসী ও সুধীজনের সাথে নির্বাচনী মতবিনিময় সভা

মোঃ মশিউর রহমান: 

টাঙ্গাইলে দাইন্যা ইউনিয়নের এলাকাবাসী ও সুধীজনের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নং দাইন্যা ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে ১৪ সেপ্টেম্বর রবিবার মতবিনিময় সভার আয়োজন করা হয়।

৭ নং দাইন্যা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার উদ্দিন মাতাব্বর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী দিনের ‘ধানের শীষ’ মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং বাঘিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদুল ইসলাম লেবু, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, টাঙ্গাইল শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন খান, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফেজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীর হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ সরোয়ার, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আকন্দ, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আরিফ হোসেন, যুবদল নেতা হিমেল এবং দাইন্যা ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *