নারায়ণগঞ্জে ৪টি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

তথ্য ও প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।

নারায়ণগঞ্জে দূষণকারী অবৈধ কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) ৪টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই পদক্ষেপ শহরের পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে নেওয়া গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জালাল উদ্দিন নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি ফতুল্লা ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অভিযানে সদর উপজেলার ফতুল্লা এলাকায় মোট ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৪টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়। অপর একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন পূর্বেই বিচ্ছিন্ন ছিল।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— মেসার্স জামিল ডাইং, ফতুল্লা। হাজী মো. আলী ডাইং প্রিন্টিং অ্যান্ড প্রসেসিং মিলস প্রা: লিমিটেড, ফতুল্লা। আর আর ওয়াশিং (পূর্বনাম: হাসান ডাইং), ফতুল্লা। শাহ কদম বোর্ড মিলস, ফতুল্লা। বিসমিল্লাহ ওয়াশ, ফতুল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *