আব্দুর রশিদ, সাতক্ষীরা:
আশাশুনি সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। প্রভাষক জহুরুল ইসলাম ও প্রভাষক শিরিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কলেজের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের হাতে পুষ্প তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীনের নেতৃত্বে এবং সদস্য প্রভাষক পেয়ারা পারভিন, প্রভাষক জাকির হোসেন ও প্রভাষক গোলাম কবিরের সার্বিক সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক সজল কুমার আঢ্য, মেজর এছাহক আলী, প্রভাষক আব্দুল মালেক, কলেজের প্রাক্তন ছাত্রনেতা ও উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদুজ্জামান সবুজ, কলেজ ছাত্রদলের সভাপতি শোভন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিল আহমেদ, কলেজ ছাত্রশিবির সভাপতি ওলি উল্লাহ গগাজী, দপ্তর সম্পাদক রেজওয়ান আহমেদ প্রমুখ। বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে বলেন, শিক্ষা জীবনের এই নতুন অধ্যায়কে দায়িত্বশীলভাবে কাজে লাগিয়ে দেশের গুণগত উন্নয়নে অবদান রাখতে হবে।
সবশেষে নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হয়ে ওঠার আহ্বান জানান।