নির্বাচন সময়মতো না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত: দুদু

স্বাধীন সংবাদ ডেস্ক: 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। তিনি সতর্ক করেছেন, গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ওপর গুরুতর হুমকি সৃষ্টি হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নে অনুষ্ঠিত এক বিএনপির পথসভায় বক্তব্য রাখার সময় শামসুজ্জামান দুদু এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ নানা উপায়ে বিএনপি ও দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে এসেছে। সেই একই ষড়যন্ত্র এখনও চলছে। দেশি-বিদেশী এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ঐক্যবদ্ধ থাকা আমাদের সর্বোচ্চ দায়িত্ব।”

দুদু আরও বলেন, “বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আমাদের নেতা ও কর্মীদের একত্রিত হতে হবে। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। ধানের শীষ প্রতীককে জয়লাভ করাতে হবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এ বিষয়ে কোনো বিকল্প নেই।”

তিনি পথসভায় উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দল ও দেশের জন্য sacrifices দিতে হবে এবং দেশের গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *